Web design and Html দিয়ে সহজেই ওয়েবসাইট তৈরি করা যায় । আর এই ডিজাইন কে আরো সুন্দ করতে দরকার হয় CSS. তোমাদের HSC লেভেলে Css নিয়ে বেশি ধারণা দেওয়া নেই।
আচ্ছা আজকে আলোচনা করা হবে IPV6, ডোমেইন নেইম, ডোমেইন নেইমের অংশ, কান্ট্রি ডোমেইন , DNS Server নিয়ে।
Lets Start... 💥
IPV6:
★ IPV6 হলাে Internet Protocol Version-6I
★ IPV6 এ প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মােট আটটি অংশ থাকে এবং প্রতি অংশে 16 বিট অর্থাৎ মােট 128 বিট প্রয়োজন।
★ প্রতিটি ভাগ কোলন (:) দ্বারা পৃথক করা হয়।
★ IPv6 এর অ্যাড্রেস সাধারণত Hexadecimal ফরম্যাটে লেখা হয়।
~ যেমন: 2001:cdba:0000:0000:0000:0000:3257:9652. এক্ষেত্রে শূন্যগুলাে বাদ দেওয়া যেতে পারে ।
অর্থাৎ 2001:cdba::3257:9652 লেখা যেতে পাররে
★ IPV6 দ্বারা মােট 2126 বা 3.4x1038 or 340) undecillion or 340 trillion trillion trillion সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস তৈরি করা সম্ভব।
ডােমেইন নেম:
ডোমেইন নেইম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস যা কোন ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে। আইপি এড্রেস নাম্বার দ্বারা
লিখিত হয়। আর এই সংখ্যা মনে রাখা কষ্টকর। আইপি এড্রেসকে সহজে মনে রাখার জন্য ইংরেজি অক্ষরের যে নাম ব্যবহার করা হয় তাকেই ডোমেইন নেম বলে।
উজাহরণ স্বরুপ ধরা যাকঃ www.google.com এর পরিবর্তে 216.58.214.14 এই আইপি অ্যাড্রেস এর মাধ্যমেও google এর ওয়েবসাইট ব্রাউজ করা যায়। অর্থাৎ www.google.com ডােমেইন নেইমটি, আইপি অ্যাড্রেস 216.58.214.14 কে প্রতিনিধিত্ব করছে। যে পদ্ধতিতে ডােমেইন নেম নিয়ন্ত্রন করা হয় তাকে DNS বলে। DNS সার্ভার বা Domain Name System সার্ভার এর মাধ্যমে আইপি অ্যাড্রেসকে ডােমেইন নেইমে রূপান্তর করে।ডােমেইন নেইম ব্যবহার করার আগে অবশ্যই নিবন্ধন করতে হবে। প্রতিটি ডােমেইন নেইম অদ্বিতীয়। কোনও দুটি ওযেবসাইটে একই(ডােমেইন নেইম থাকতে পারে না।)
Internet Corporation for Assigried Names and Numbers (ICANN) একটি আমেরিকান অলাভজনক সংস্থা যা সারা বিশ্বের ডােমেইন নেইম নিয়ন্ত্রণ করে থাকে।
প্রতিটি ডোমেইন নেইম এর দুটি প্রধান অংশ ও একটি ঐকি অংশ থাকে। যথা-
√ সেকেন্ড-লেভেল ডােমেইন (SLD)
√ টপ-লেভেল ডােমেইন (TLD)
√ থার্ড-লেভেল ডােমেইন বা সাব-ডােমেইন (ঐচ্ছিক)
সেকেন্ড-লেভেল ডােমেইনঃ
সেকেন্ড-লেভেল ডােমেইন সাধারণত প্রতিষ্ঠানের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। সেকেন্ড-লেভেল ডােমেইনকে অনেক সময় ডােমেইনও বলা হয়। ডােমেইন নামকরনের ক্ষেত্রে কোন স্পেস ও স্পেশাল ক্যারেক্টার (@, &, %, $, # etc) ব্যবহার
করা যায় না। শুধু বর্ণ ও সংখ্যা ব্যবহার করা যায়। ডােমেইনে ব্যবহৃত বর্ণগুলাে কেস সেনসিটিভ নয়।
টপ-লেভেল জেমেইন (TLD):
ডােমেইন নেমের ভট এর পরের অংশটিকে টপ লেভেল ডােমেইন বলা হয়। TLD দ্বারা প্রতিষ্ঠানের ধরণ এবং প্রতিষ্ঠানটি কোন দেশের তা বুঝা যায়। TLD এর দুইটি অংশ। যথা-
√ জেনেরিক ডোমেইন
√ কান্ট্রি ডোমেইন
গুরুত্বপূর্ণ জেনেরিক ডোমেইন এর লিস্টঃ