Whats up Students 🙆 কি অবস্থা তোমাদের।
আজকে নিয়ে আসলাম Html and Web Design part 2.
আজকে আলোচনা করা হবে HTTP, FTP, ওয়েব পোর্টাল, আপলোড, ডাউনলোড, ওয়েব ব্রাউজার,সার্চ ইঞ্জিন, ওয়েব সাইটের প্রকারভেদ নিয়ে। চলো শুরু করিঃ
HTTP:
Hyper Text Transfer Protocol এর সংক্ষিপ্ত নাম হলাে HTTP. এটি একটি অ্যাপ্লিকেশান লেভেল প্রােটোকল যা ওয়েব সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটার এর মধ্যে ডাটা আদান প্রদান করে থাকে।
HTTP এর কাজ:
১..ব্রাউজারের যেকোনাে অনুরােধ সার্ভারে পৌঁছে দেয়।
২..সার্ভারের সাথে ব্রাউজারের (ক্লায়েন্ট) সংযােগ স্থাপন করে।
৩..সার্ভার থেকে তথ্য, ছবি ব্রাউজারে নিয়ে আসে।
৪..সার্ভারের সাথে ব্রাউজারের (ক্লায়েন্ট) সংযোগ বিচ্ছিন্ন করে।
FTP:
File Transfer Protocol এর সংক্ষিপ্ত নাম হলাে FTP. এটি একটি TCP/IP প্রােটকল যা দুটো কম্পিউটার সিস্টেমের মধ্যে ডাটা স্থানান্তরের সুযােগ করে দেয়। সাধারনত বড় কোন ফাইল আপলােড বা ডাউনলোড করার জন্য এই প্রােটোকল ব্যবহার করা হয়ে থাকে।আপলোড এবং ডাউনলােডের ক্ষেত্রে অথেনটিকেশনের জন্য পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়।
আপলোডঃ
নিজের কম্পিউটার হতে কোনাে ডেটা বা ফাইল অন্যের কম্পিউটারে অথবা সার্ভারে প্রেরণকে আপলােড বলে।
ডাউনলোডঃ
প্রয়ােজনে অন্যের কম্পিউটার অথবা সার্ভার হতে কোন ডেটা বা ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউনলােড বলে।
ওয়েব পাের্টালঃ
ওযেব পাের্টাল হচ্ছে একটি বিশেষ ওযেবসাইট যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিংকের সাজানাে থাকে। যেমনঃ
WWW.bangladesh.gov.bd হচ্ছে একটি ওয়েব পাের্টাল। যেখানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তথ্য সংবলিত ওয়েবসাইটের লিংক দেওয়া আছে।
ওয়েব ব্রাউজারঃ
যে সফটওয়্যার এর সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েবপেইজগুলাে ব্রাউজ করা বা দেখা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে । উদাহরণ – Internet Explorer, Google Clironme, Mozilla Firefox ইত্যাদি।
পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েবপেইজ পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলা হয়। ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক জিনিস নয়, যদিও দুটি প্রায়ই বিভ্রান্ত করে। ব্যবহারকারীর জন্য, সার্চ ইঞ্জিন হলাে একটি ওযেবসাইট। যেমন- google.com যা অন্যান্য ওযেবসাইটগুলাের সম্পর্কে অনুসন্ধানযােগ্য ডেটা স্টোর করে। তবে কোনও ওযেবসাইটের সার্ভারের সাথে সংযােগ স্থাপন করতে এবং এর ওযেবপেইজগুলাে প্রদর্শন করতে একজন ব্যবহারকারীর অবশ্যই তার ডিভাইসে একটি ওযেব ব্রাউজার ইনস্টলড থাকতে হবে।
সার্চ ইঞ্জিনঃ
ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই কোন তথ্য খুজে বের করার টুল বা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন বলে। সার্চ ইঞ্জিন ব্যবহারকারীর দেওয়া কীওয়ার্ড গুলাের জন্য ওয়েবপেইজ অনুসন্ধান করে এবং সেইসব কীওযার্ড ধারণকারী ওয়েবপেইজগুলাে ফলাফল হিসেবে উপস্থাপন করে। কীওয়ার্ড হলাে, ব্যবহারকারী যা লিখে সার্চ করে। বর্তমানে, সর্বাধিক জনপ্রিয এবং সুপরিচিত সার্চ ইঞ্জিন হলাে Google। অন্যান্য জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে রয়েছে AOL, Ask.com, Baidu, Bing এবং Yahoo ইত্যাদি
ওয়েবসাইটের প্রকারভেদ
গঠন বৈচিত্রের ওপর ভিত্তি করে ওয়েবসাইটকে সাধারণত দুইভাবে ভাগ করা যায়। যথা-
১. স্ট্যাটিক ওয়েবসাইট ২, ডাইনামিক ওয়েবসাইট
স্ট্যাটিক ওয়েবসাইটঃ
যে সকল ওয়েবসাইট পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে সে সকল ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে।স্ট্যাটিক ওয়েবসাইটের তথ্য ওয়েবসাইট চালু অবস্থায় পরিবর্তন করা কঠিন। কারণ এই ধরণের ওয়েবসাইটে কোন এডমিন প্যানেল থাকে। অর্থাৎ তথ্য যুক্ত, আপডেট এবং ডিলিট করার জন্য কোড পরিবর্তন করতে হয়।
স্ট্যাটিক ওয়েবসাইটে কোনও ব্যবহারকারী একাউন্ট তৈরি করতে পারে না, কোনও মন্তব্য করতে পারে না, কোনও ব্লগ পােস্ট বা কোনও
ইন্টারঅ্যাক্টিভিটি নেই। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য কোনও প্রোগ্রামিং ভাষার প্রযােজন হয় না। কারণ এই ধরণের ওয়েবসাইটে কোন ফাংশনালিটি থাকে না।স্ট্যাটিক ওয়েবসাইট শুধু HTML (Hyper Text Markup Language) এবং CSS (Cascading Style Sheet) দিয়েই তৈরি করা যায়। যদি তথ্যের পরিবর্তন প্রয়ােজন না হয়, তখন সাধারণত স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়।
যেমনঃ পাের্টফোলিও সাইট।
❤️❤️❤️Part 3 Comming.....